Want Taskin-Sunny back in International Cricket- তাসকিনকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরত চাই।
বিশ্বকাপ চলাকালে হঠাৎ, অযৌক্তিক সময়ে সন্দেহের ভিত্তিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তাসকিন আহমেদ-আরাফাত সানিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার প্রতিবাদে আগামী ২১ মার্চ ২০১৬ সোমবার বিকেলে সাড়ে ৪টায় বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগে মানববন্ধনের মাধ্যমে জড়ো হবে লাখো বাংলাদেশি।
বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার ধারাবাহিকতায় তাসকিন আহমেদকে পূর্বপরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগে ক্রিকেট থেকে নিষিদ্ধের সিদ্ধান্ত অবিলম্বে তুলে নেয়ার দাবিতে আমরা বাংলাদেশি ক্রিকেট সমর্থকেরা এক হয়ে সেদিন ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডের আমাদের দাবি তুলে ধরবো।
Just on suspection, ICC banned Bangladeshi cricketer Taskin Ahmed,Arafat Sunny in the running T20 world cup. we are strongly against this illegal decision.. we all bangladeshi cricket supporters are assembling at our beloved Shahbag,Dhaka on the coming 21st march,2016, Monday at 4.30 pm..
Just to destroy our cricket, they banned Taskin Ahmed,Arafat Sunny by appointment.. We all will uphold our claimant through banners,festoons and placards..
0 comments:
Post a Comment