Home » » ওডেস্কে এ নতুনদের কাজ পাওয়ার জন্য আমার কিছু টিপস। (Make a Super Cover Letter)

ওডেস্কে এ নতুনদের কাজ পাওয়ার জন্য আমার কিছু টিপস। (Make a Super Cover Letter)

Written By Unknown on Thursday, November 24, 2016 | 12:53 PM


আসসালামু আলাইকুম । ওডেস্কে অনেকেই অ্যাকাউন্ট খুলে বসে রয়েছেন কিন্তু কাজ পাচ্ছেন না। এর অন্যতম একটি মূল কারন হল, সঠিকভাবে বিড করতে না পারা । অনেকে নতুন অবস্থায় শুধু বিড করেই যান কিন্তু কাজ আর পান না, আবার অনেকেই ট্রিক খাটিয়ে কাজ পেয়ে যান । আর তাই আজ আমি আপনাদের জন্য ফ্রীল্যানিং মারকেটপ্লেসে তাড়াতাড়ি কাজ পাওয়ার জন্য কিভাবে কভার লেটার লিখবেন সেটা নিয়ে কিছু টিপস দিব । এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের অভিমত ।

কভার লেটার লিখার কিছু টিপস 
১. কভার লেটার ছোট করুন
২. কভার লেটারে শুধুমাত্র ক্লাইন্টের কাজ রিলেটেড কথাই লিখুন।
৩. ফালতু বা আজাইরা কোন কথা লিখবেন না
৪. এমন ভাব করবেন না যেন কাজটা না পেলেই নয়
৫. স্বাভাবিকভাবে লিখুন যেমনটি আপনি কারও কাছে আবেদন করছেন, তবে প্রচলিত নিয়ম অনুযায়ী অযথা একে বড় করার কোন প্রয়োজন নেই ।
৬. অনেক সময় দেখবেন ক্লাইন্ট এর পুরো কাজের বর্ণনা আপনি পড়েছেন কিনা সেটা পরীক্ষা করার জন্য ক্লাইন্ট আপনাকে আপানার বিডের প্রথমে কোন কিছু লিখে দিতে বলতে পারে, সেটা খেয়াল করুন
৭. কখনই ক্লাইন্ট এর পুরো বর্ণনা না পরে বিড করবেন না ।
৮. বিড করার সময় কোন রুপ তাড়াহুড়া করবেন না, সব সময় মাথায় রাখবেন যে, যদি ২ মিনিট সময় বেশি নিয়েও বিড করে যদি কাজটি পেয়ে যান তাহলে সেটা আপনার লাইফ কেই চেঞ্জ করে দিতে পারে
৯. বিড করার আগে নিজেকে জিজ্ঞেস করুন, এই কাজটি কি ধরনের হতে পারে এবং কি কথা লিখলে ক্লাইন্ট বিশ্বাস করবে যে আপনি কাজটি করতে পারবেন, আর এই কথাটা আপনাকে দুই এক লাইনে ক্লাইন্টকে বুঝিয়ে দিতে হবে আর এই জন্য যথেষ্ট চিন্তা করে নিন

১০. সবার শেষ এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ট্রিক তা হচ্ছে, ক্লাইন্টকে বিড করার সাথে সেই কাজের রিলেটেড কোন attachment জুড়ে দিন । এই জন্য আপনাকে আগে থাকতেই microsoft word বা excel এ আপনি যেই ধরনের কাজ করেন সেই ধরনের কাজের একটি নমুনা বানিয়ে রাখুন, ঐ একই নমুনা ঐ সংক্রান্ত বিভিন্ন কাজে বিড করার সময় সাবমিট করুন । দেখবেন সফলতা পাবেনই ইনশাআল্লাহ্‌ । আর হ্যাঁ, বিড করার সময় খেয়াল রাখুন, ঐ ক্লাইন্ট এর জায়গায় যদি আপনি থাকতেন তাহলে কাকে কাজ দিতেন, বিডে কি লিখলে আপনি কাজ দিতেন । ঠিক তাই লিখুন । এক্ষেত্রে আপনিই আপনার বড় বন্ধু এবং গাইড ।  পারলে শুধু লিখে দিন, আমি এই কাজ পারি এই দেখুন প্রমান, (সাথে আপনার কাজের একটি নমুনা যোগ করে দিন ।) তারপর দেখুন কাজ হয় কিনা ??

0 comments:

Post a Comment

Most Popular

JOBS CLUB BANGLADESH

Online Jobs Circular in Bangladesh.

Flickr Images

About us

Education

Powered by Blogger.

Sports

Business

Pictures

Fashion

Travel

Hot News

Movies

  • Latest News

    Slider

    News

    Music

    Games

    Other News

    World News