আমরা জানি নতুন ফ্রিল্যান্সারদের জন্য সবথেকে সহজ কাজ পাওয়ার মার্কেটপ্লেস হচ্ছে ফাইভার। কিন্তু নতুনরা ফাইভারে অ্যাকাউন্ট করার পর সবার প্রথমে যে সমস্যার সম্মুখীন হন তা হচ্ছে কি বিষয় গিগ বানাবেন। এবং কোন বিষয়ের উপর গিগ বানালে একই কাস্টমার বার বার আপনার গিগ কিনবেন। এবং এটা করতে পারলে যা হবে সেটা হচ্ছে একজন একবার গিগ কিনলে আপনি বারবার তার কাছেই গিগ বিক্রি করতে পারবেন।
এখন আসি এমন একটি গিগ আইডিয়া নিয়ে। ওয়েবসাইটে ভিজিটর সাপ্লাই দেয়ার গিগ তৈরি করতে পারেন। যেমন আমি প্রতিদিন ১০০০ জন ভিজিটর আপনার ওয়েবসাইটে পাঠাবো ১৫ ডলারের বিনিময়।এতে করে সে আপনার কাজে সন্তুষ্ট হলে প্রতিমাসেই গিগ অর্ডার করবে। এমন ১০ জন আপনার কাস্টমার থাকলে আপনি অটোমেটিক একটা এক্সট্রা নিশ্চিত ইনকাম পেয়ে যাচ্ছেন ফাইভার থেকে। আমি নিচে একটা ফাইভারের স্কিনশট দিচ্ছি। সেখানে দেখবেন এই বিষয়ের উপর কিছু গিগ। এমন সেগুল বিক্রি হয়ে ১০ হাজারের বেশি।
বার আপনার মনে প্রশ্ন আসতে পারে কীভাবে এত ভিজিটর এনে দিবেন। চিন্তা নেই। এর একটা সমাধান আমার কাছে আছে।
* প্রথমে এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করুন
* তারপর নিচের মত করে Email, Username, Password, Repeat Password এর ঘর গুলোতে প্রয়োজনীয় তথ্য পূরণ করে এর ঘরে একটা টিক দিয়ে Sign Up এ ক্লিক করুন।
* Registration was Successful দেখাবে। এরপর নিজের ইমেইল এ গিয়ে দেখবেন একটা কনফারমেসন মেইল আছে, ঐ মেইলে প্রবেশ করে কনফারমেসন লিংকে ক্লিক করে আপনার ইমেইল ভেরিফাই করতে হবে।
* মেইল ভেরিফাই করলে আপনার অ্যাকাউন্টে Log In করতে বলবে।
* অ্যাকাউন্টে Log in করলে My Websites ট্যাবে গিয়ে Add New Website এ ক্লিক করে নিজের ওয়েবসাইট অ্যাড করুন।
*এরপর Traffic Exchange ট্যাবে গিয়ে Download HitLeap Viewer এ ক্লিক করে HitLeap Viewer সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। ডাউনলোড কমপ্লিট হলে সফটওয়্যারটি ইন্সটল দিন [ ভয় নেই, এটি কোন ভাইরাস বা আপনার ক্ষতি করবে এমন কোন সফটওয়্যার নয়]
* Install কমপ্লিট হলে সফটওয়্যারটি ওপেন করে আপনার রেজিস্ট্রেশান করা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
ব্যাস আমাদের কাজ শেষ। এবার সফটওয়্যারটি অটোমেটিক বিভিন্ন ওয়েবসাইট সার্ফ করবে আর আপনার অ্যাকাউন্টে মিনিট জমা হবে। ঐ সফটওয়্যারটি যতক্ষণ আপনার পিসিতে রানিং থাকবে আপনি তত মিনিট পাবেন। এরপর সেই মিনিট গুলো অটোমেটিক আপনার ওয়েবসাইটের ভিজিটরে কনভার্ট হবে এবং আপনি আপনার সাইটে ভিজিটর পাওয়া শুরু করবেন। এভাবে প্রতিদিন আপনি যদি ঐ সফটওয়্যারটি ৫-৬ ঘণ্টা চালু রাখেন তাহলে আপনি প্রায় ২৫০০ ভিজিটর পাবেন, মোটকথা আপনি যত বেশি সময় সফটওয়্যারটি চালু রাখবেন ততবেশি ওয়েবসাইটে ভিজিটর পাবেন। আপনার যখন গিগ অনেক বেশি বিক্রি হবে তখন না হয় আপনি এর প্রিমিয়ার সার্ভিস টা কিনে নিতে পারেন। এতে করে কিছু ডলারের বিনিময় অনেক ভিজিটর পারবেন।
আপনাদের জন্য একটা ব্ল্যাকহ্যাট টিপস শেয়ার করছি শেষে। এটা ব্যবহার করে আরও দ্রুত এই ওয়েবসাইটের মাধ্যমে ভিজিটর বাড়াতে পারবেন। ভিডিওটি দিচ্ছি।
আশা করি আপনারা টিউনটি থেকে উপকৃত হবেন। আগামিতে হয়ত ভাল কিছু শেয়ার করব।
0 comments:
Post a Comment