Home » , » NEWS পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) এর নিয়োগ বিজ্ঞপ্তি

NEWS পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) এর নিয়োগ বিজ্ঞপ্তি

Written By Unknown on Monday, June 20, 2016 | 4:14 AM


পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ)
পিকেএসএফ ভবন, প্লট- ই-৪/বি, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ফোন: ৮৮০-২-৯১২৬২৪০, ফ্যাক্স: ৮৮০-২-৯১২৬২৪৪, Website: http://www.pksf-bd.org
নিয়োগ বিজ্ঞপ্তি
পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) এর নিম্নলিখিত পদসমূহে কর্মকর্তা নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ

১। পদের নাম ও সংখ্যা: সহকারী মহাব্যবস্থাপক (নিরীক্ষা)- ১ টি

শিক্ষাগত যোগ্যতা:
কমপক্ষে ২টি প্রথম বিভাগ/শ্রেণীসহ সকল পরীক্ষায় অন্যূন দ্বিতীয় বিভাগ/ শ্রেণীসহ মাস্টার্স বা সমমানের ডিগ্রী। হিসাব বিজ্ঞান/ ফাইন্যান্স/ ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রীধারীগণকে অগ্রাধিকার দেয়া হবে। প্রার্থীকে অবশ্যই সিএ কোর্স সম্পন্ন হতে হবে।

অভিজ্ঞতা:
খ্যাতনামা উন্নয়নমূলক বা আর্থিক প্রতিষ্ঠানে সমতুল্য পদে ন্যুনতম ৪ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ নিরীক্ষা সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১০ বছর চাকরির অভিজ্ঞতা। এছাড়া IAS, IFRS, PPA, PPR, Taxation, Companies Act & Corporate Laws, Societies Registration Act, MRA Act ইত্যাদি ক্ষেত্রে অভিজ্ঞতা।

বয়স: অনূর্ধ্ব ৪২বছর।

বেতনক্রম: টাকা ৬১,১০০-৩০৫x৬-৭৯,৪৩০-৩১৫x৬-৯৮,৩৬০ এর আওতায় মূলবেতন।

২। পদের নাম ও সংখ্যা: সহকারী ব্যবস্থাপক (নিরীক্ষা)- ৫ টি

শিক্ষাগত যোগ্যতা:
কমপক্ষে ৩টি প্রথম বিভাগ/শ্রেণীসহ সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/ শ্রেণীসহ হিসাব বিজ্ঞান/ফাইন্যান্স/ব্যাংকিং বিষয়ে মাস্টার্স ডিগ্রী।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।

৩। পদের নাম ও সংখ্যা: সহকারী ব্যবস্থাপক – ৯ টি

শিক্ষাগত যোগ্যতা:
কমপক্ষে ৩টি প্রথম বিভাগ/শ্রেণীসহ সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণীসহ মাস্টার্স ডিগ্রী। অর্থনীতি/ ইংরেজি/ হিসাব বিজ্ঞান/ ফাইন্যান্স/ সমাজ বিজ্ঞান/ ব্যবসায় প্রশাসন/ ব্যবস্থাপনা/ পরিসংখ্যান/ লোক প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রীধারীগণকে অগ্রাধিকার দেয়া হবে।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।

বেতনক্রম: টাকা ২৭,৩০০-১৩৬৫x৭-৩৬,৮৫৫-১৪৫০x৭-৪৭,০০৫ এর আওতায় মূলবেতন। (ক্র. নং ২ ও ৩ নং পদের জন্য)

অন্যান্য সুবিধাদি: মূল বেতনের ৬০% বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও সুবিধা, যাতায়াত ভাতা, প্রদেয় ভবিষ্য-তহবিল, আনুতোষিক, উৎসব ভাতা, গোষ্ঠী বীমা, দেশে শিক্ষারত সন্তানের শিক্ষা ভাতা, গৃহ নির্মাণ ঋণ, অর্জিত ছুটি নগদায়ন ইত্যাদি।

প্রার্থীগনকে সংশ্লিষ্ট পদের দায়িত্বাবলী, যোগ্যতা, অভিজ্ঞতা, অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ও আবেদন করার বিস্তারিত নিয়মাবলী পিকেএসএফ-এর Website: www.pksf-bd.org -এ দেখার অনুরোধ করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীকে আগামী ১০ জুলাই ২০১৬ তারিখের মধ্যে পিকেএসএফ-এর ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হলো।

পিকেএসএফ যে-কোন প্রকার তদবির নিরুৎসাহিত করে। কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। নিয়োগ সংক্রান্ত যেকোন বিষয়ে পিকেএসএফ-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন)

0 comments:

Post a Comment

Most Popular

JOBS CLUB BANGLADESH

Online Jobs Circular in Bangladesh.

Flickr Images

About us

Education

Powered by Blogger.

Sports

Business

Pictures

Fashion

Travel

Hot News

Movies

  • Latest News

    Slider

    News

    Music

    Games

    Other News

    World News